রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মৃত্যুর মিছিলে ব্রাজিল, একদিনে সর্বোচ্চ প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬৩ জন নিউজটি পড়েছেন
ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। একই সময় দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ২৫১ জন। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English