মেক্সিকো সিটির পাবলিক সিকিউরিটি প্রধান ওমর গারসিয়া হারফুচ গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ গেছে তিনজনের।
শুক্রবার সকালে এ আক্রমণ ঘটনা ঘটে বলে টুইটে জানিয়েছেন মেক্সিকো সিটি মেয়র ক্লদিয়া শেইনবাউম।
মেয়র জানান, গারসিয়া হারফুচের গাড়ির বহরে এ হামলায় একজন নারী ও দুজন পুলিশ অফিসার মারা গেছেন। গারসিয়া হারফুচের অবস্থাও ভালো নয়। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মেয়র বলছেন, তার ধারণা মাদক ব্যবসায়ীদের গ্রুপ জেলিসকো নিউভেরা জেনারেশন (সিজেএনজি) এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।