স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে এখন কাজে নেমে পড়েছেন নতুন সভাপতি জোয়ান লাপোর্তা। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর আজ(বৃহস্পতিবার) শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। আর তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই ছিল মেসিকে নিয়ে বক্তব্য। তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন মেসিকে বার্সাতে রেখে দিতে বদ্ধপরিকর তিনি।
২০১০ সালে বার্সার সভাপতির অফিস ছেড়েছিলেন লাপোর্তা। এর ১১ বছর পর ফের নির্বাচিত হয়ে গত সাপ্তাহে সেই অফিসে প্রবেশ করেছেন তিনি। চলতি শতাব্দীর শুরুর দশকে বার্সার সোনালি সময়ের অংশ ছিলেন লাপোর্তা ও মেসি। ফলে দুজনের সম্পর্ক বেশ পুরনো এবং ঘনিষ্ঠ। এবার শপথ গ্রহণের পর মেসিকে জড়িয়ে ধরে সেই পুরনো দিনই যেন স্মরণ করিয়ে দিলেন লাপোর্তা।
প্রেসিন্ডেট হিসেবে শপথ নেয়ার পর বুধবার নিজের প্রথম ভাষণের একপর্যায়ে মেসিকে উদ্দেশ্য করে লাপোর্তা বলেন, ‘আমরা মেসিকে ধরে রাখার চেষ্টা করব। দুঃখিত লিও আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সে এটা জানে। তাকে এখানে থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেই হবে, কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। দুঃখিত কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং বার্সাও তোমাকে ভালোবাসে। স্টেডিয়াম যদি দর্শকপূর্ণ থাকত, তুমি হয়তো যেতে চাইতে না।’
মেসি ছাড়াও ক্লাবের আর্থিক সমস্যা মেটানো নিয়ে ব্যস্ত থাকতে হবে লাপোর্তাকে। করোনা মহামারিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে কাতালান জায়ান্টরা। ঋণের অঙ্কও আকাশ ছোঁয়ার পথে। নিজের ভাষণে ব্যাপারটা নিয়ে লাপোর্তা বলেন, ‘আর্থিক পরিস্থিতি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে আবারো স্বাভাবিক অবস্থায় ফেরাতে হবে। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। বার্সার উন্নতিই আমাদের মূল লক্ষ্য।’
এ সময় ক্লাবের দলীয় সংগীতের কথা মনে করিয়ে লাপোর্তা বলেন, ‘আমরা এককভাবে কোনো কিছুই করতে পারব না। আমাদের ক্লাবের দলীয় সংগীতেই বলা আছে, আমরা সবাই মিলে শক্তিশালী। এমন কঠিন সময়ে এ কথাটি আরো বেশি সত্য। আমরা জানি, কীভাবে কী করতে হবে।’
করোনা মহামারি কেটে গেলে ক্লাবের অবস্থাও আগের মতো হয়ে যাবে এমনটাই আশা লাপোর্তার। এ ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমান সময়টা কেটে গেলে আমাদের লাভ ফিরে আসবে। নেতৃত্বে শক্ত হাত থাকবে কারণ আমার সঙ্গে সবাই সামর্থ্যবান। ক্লাবকে বাঁচিয়ে রাখতে এটিকেই নিজের জীবন বানিয়ে ফেলতে হবে। আমরা যত সম্ভব তা-ই করি।’
কোচ রোনাল্ড কোমানের প্রতিও নিজের সমর্থন ব্যক্ত করেন নতুন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘রোনাল্ড, তোমার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা আবারো চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়তে চাই। কিন্তু এ বছর আমাদের লিগ এবং কোপা দেল রে জেতার চেষ্টা করতে হবে।’
সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার আগে থেকেই মেসির বিষয়টি নিয়ে সরব ছিলেন লাপোর্তা। এখন সভাপতি নির্বাচিত হওয়ার পরও এই বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি। মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক আগে থেকেই ভালো। এমনকি জানা গেছে, এবারের নির্বাচনে মেসি লাপোর্তাকেই তার ভোটটি দিয়েছিলেন।