আয়াক্স ছেড়ে দলবদলের বাজার ভাঙার আগে বার্সেলোনায় এসেছেন সের্গিয়ানো ডেস্ট। চুক্তি সম্পন্ন করার পরের ম্যাচেই বার্সায় হয়ে অভিষেক হয়ে গেছে তার। অভিষেকে ভালোর আভাস দিয়েছেন বার্সেলোনার খেলা প্রথম আমেরিকান ফুটবলার। তবে প্রথম ম্যাচে পড়েছেন কিছু ঝামেলায়। বুঝতে পারেননি মেসিদের ভাষা।
ম্যাচ শেষে ডেস্ট সে কথা স্বীকারও করেছেন। মাঠে মেসির করা একটি ইঙ্গিত তিনি বুঝতে পারেননি। পরে অবশ্য মেসিও ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দু’জনই আবার হাসাহাসি করেছেন। ডেস্ট মনে করছেন, দলের সঙ্গে যোগাযোগ করা নিয়ে তার একটু ঝামেলা হয়ে যেতে পারে। ওটা নিয়ে তাই কাজ করতে হবে।
ডাচ সংবাদ মাধ্যমকে ডেস্ট বলেছেন, ‘আজ (রোববার) মাঠে সবাইকে দেখলাম। মেসিকেও। মেসি ইংরেজিতে কথা বলতে পারেন না। তারপরও তার সঙ্গে আলাপ করা বিশেষ কিছু। আমি যদি সত্যি বলি, মেসি আমাকে কী বলেছেন, আমি বুঝতে পারিনি। পরে আমরা দু’জনেই হাসাহাসি করেছি।’
ডেস্টকে বার্সায় আসতে সহায়তা করেছে রোনাল্ড কোম্যান। ঠিক একইভাবে মেসি এবং সাবেক বার্সা তারকা রোনালদিনহোর প্রেরণায় বার্সায় এসেছেন ডেস্ট। তিনি বলেছেন, ‘সবাই বার্সায় খেলতে চায়। আমিও তাই বার্সাকে বেছে নিয়েছি। বার্সার রোনালদিনহো ছিলেন আমরা আইডল, বার্সার লিজেন্ড। বার্সায় আসতে আমার তাই দু’বার ভাবতে হয়নি।