শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

মেসেঞ্জারে বড় পরিবর্তন আনছে ফেসবুক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

হোয়াটসঅ্যাপের পথেই হাঁটছে মেসেঞ্জারও। একবারে পাঁচজনকেই ফরোয়ার্ড করা যাবে মেসেজ, এর বেশি নয়। বিভ্রান্তিকর ভুল তথ্যের ভাইরাল হয়ে যাওয়া এড়াতে এবং ভুয়া খবরে রাশ টানতেই এ পদক্ষেপ। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপে কার্যকর হয়েছিল এই নিয়ম। মেসেঞ্জারে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে কোনো মেসেজ একবারে পাঁচজনের বেশি অ্যাকাউন্টে পাঠানো যাবে না।

ভারতে মেসেঞ্জারের সুরক্ষা ও গোপনীয়তা বিভাগের ডিরেক্টর অব প্রডাক্ট ম্যানেজমেন্ট জয় সুলিভানের কথা অনুযায়ী, ফরোয়ার্ডিংয়ে সীমা আনলে ভুল তথ্যের ভাইরাল হওয়া রোখা যাবে। এই পদ্ধতি প্রথমে মার্চে ফেসবুক পরীক্ষা করেছিল। কিন্তু এখন সবার জন্য আনতে চলেছে এই নিয়ম। যদিও বর্তমানে কয়েকটি দেশেই রয়েছে মেসেঞ্জারের এই নতুন নিয়ম, তবে আজ ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সারা বিশ্বে বলবৎ হতে পারে এটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English