মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

মেস ভাড়া মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

মহামারি করোনা সংকটে শিক্ষার্থীদের মেস ভাড়া আরও একটি সংকট দাবি করে মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় কুমিল্লার টাউন হলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় মেস ভাড়া মওকুফের দাবিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরো পড়ুনঃ কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু

মানববন্ধনে বক্তারা বলেন, “করোনা পরিস্থিতিতে এমনিতেই অনেক পরিবার সংকটে আছে। তার উপর মেস মালিকরা ফোন করে ভাড়া চেয়ে হয়রানি করছেন। ভাড়া না দিলে হুমকিও দিচ্ছেন। অনেকে মানসিক হয়রানি করছেন। শিক্ষার্থীরা সবসময় অবহেলিত। অবিলম্বে মেস ভাড়া ও বাসা ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।”

মেস ভাড়া মওকুফে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা জানতে চাইলে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “মেস ভাড়া সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তবে পরিস্থিতির কারণে মেস মালিকদের সাথে বসা যাচ্ছেনা। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে কয়েকদিনের মধ্যে ব্যবস্থা নিব।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English