মোংলায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস মুঠোফোনে জানান, বৃহস্পতিবার মোট ২৫ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তারমধ্যে ১০ জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪০ শতাংশ। তিনি আরো বলেন, মোংলায় করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়া এখন থেকে সপ্তাহে ৬ দিন নমুনা পরিক্ষা করা হবে। শুক্রবার বন্ধ থাকবে।
এদিকে গত মঙ্গলবার ৫৯ জনের নমুনা পরিক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়। এনিয়ে দুই ধাপে মোট ৪৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে।