বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

মোংলায় দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

মোংলা প্রতিনিধিঃ মনির হোসেন
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৭৫ জন নিউজটি পড়েছেন
মোংলায় দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে নৌ ঘাঁটি মংলা কর্তৃক বাজুয়া, বানিয়াশান্তা ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, আটা ও লবণ।

এছাড়া কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর পক্ষ হতে নৌবাহিনী জাহাজ বা নৌ জা  বরকত ও বা নৌ জা তিস্তা খালিশপুর এলাকায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।

খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। উলে­খ্য, গত বছর করোনা মহামারির সময় সরকার ঘোষিত লকডাউনকালীন সময়ে নৌবাহিনী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম এর পাশাপাশি ত্রাণ বিতরণ পরিচালনা করেছিল। বর্তমান লকডাউনেও নৌবাহিনী কর্মহীন ও অসহায় জনগণের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English