‘আমাদের ইতিহাস চলমান…।’ লিভারপুলের ওয়েবসাইটে শুরুতে লেখা লাইন। সেখানে নতুন একটা ইতিহাস লেখা হলো-ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুল। ১৯৯০ সালের পর! ৩০ বছর পর! আবার লিগ শিরোপা অলরেডসদের হাতে। লিভারপুল ভক্তদের দীর্ঘশ্বাস, ‘অপেক্ষার শেষ’।
বৃহস্পতিবার রাতের ম্যাচে লিভারপুল মাঠে নামেনি। ইংলিশ লিগের দুই জায়ান্ট ম্যানসিটি ও চেলসি মুখোমুখি হয়েছিল স্টামফোর্ড ব্রিজে। লিগে দুইয়ে থাকা ম্যানসিটি জিতলে রেডসদের শিরোপার অপেক্ষা বাড়তো। কিন্তু ব্লুসদের বিপক্ষে তারা হেরেছে ২-১ গোলের ব্যবধানে। তাতেই শিরোপা উঠে গেছে লিভারপুলের সর্বকালের অন্যতম সেরা জার্গেন ক্লপের শিষ্যদের হাতে।
সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে গেল মৌসুমে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার অপেক্ষায় থাকা লিভারপুল। এবার আবার করোনা সংকটের কারণে লিভারপুলের নিশ্চিত শিরোপা পিছলে যেতে শুরু করেছিল। লিগ বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লিগও হলো শিরোপাও জিতলো লিভারপুল। সময়ের হিসেবে যা ১১ হাজার দিনেরও বেশি সময় পরে। এতো সময় কি কেউ গুনে রাখে। ভক্তরা যে লিভারপুলের!
দীর্ঘ বিরতী দিয়ে লিভারপুল রেকর্ডের বন্যা বইয়ে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এরই মধ্যে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি সাত ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। তাদের সামনে অপেক্ষা করছে ঘরের মাঠে মৌসুমের সব ম্যাচ জয়ের রেকর্ড গড়ার। অপেক্ষা করছে লিগ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ারও।
ম্যাচ শেষে লিভারপুলের পেছনে থাকা এবং সর্বশেষ দুই মৌসুমের শিরোপা জয়ী ম্যানসিটি ক্লপ ও তার শিষ্যদের অভিনন্দন জানিয়েছেন, লিভারপুলকে অভিনন্দন। তারা শেষ পর্যন্ত শিরোপা জিততে পেরেছে। আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না। কিন্তু তাদের অপেক্ষা বাড়াতে পারতাম। এখন আমাদের চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ নিয়ে ভাবনা।’