রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছুঁই ছুঁই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দুই লাখের কাছাকাছি। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এমন প্রেক্ষাপটে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা দুই লাখ হওয়ার পথে রয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গতকাল সোমবারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬৮ লাখ ৫৬ হাজার ৮৮৪ জনের।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ভারত ও ব্রাজিল।

ভারতে শনাক্তের মোট সংখ্যা ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০। দেশটিতে মারা গেছেন মোট ৮৭ হাজার ৮৮২ জন।

ব্রাজিলে শনাক্তের মোট সংখ্যা ৪৫ লাখ ৫৮ হাজার ৪০। মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ২৭২।

বার্তা সংস্থা রয়টার্সের সাপ্তাহিক গড় হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন দৈনিক করোনায় ৮০০ জন মারা যাচ্ছেন। এ সংখ্যা আগে অনেক বেশি ছিল।

তবে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আবার বাড়ছে। কিন্তু গতকাল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশে করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি শেষ হয়ে গেছে।

করোনায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিসংখ্যান উল্লেখ করে সমালোচকেরা বলছেন, এ চিত্র মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরছে।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বারবার বলছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের জীবন রক্ষায় ব্যর্থ হয়েছেন।
ট্রাম্প অবশ্য তাঁর ব্যর্থতা মানতে নারাজ।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা একটা ইস্যু হিসেবে কাজ করবে বলে মত বিশ্লেষকদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English