যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমান দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। দেশটিতে রবিবার এই দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, জরুরি অবতরণের সময় ছোট আকারের বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে নামার চেষ্টা করছিল ওই বিমান।
জানা যায়, টেক্সাসের স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে দুই মহিলা ও দুই পুরুষ যাত্রী ছিলেন। এদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে।