মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

যেসব কারণে দ্রুত প্রেমে পড়েন না বুদ্ধিমানরা

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৪ জন নিউজটি পড়েছেন
যেসব কারণে দ্রুত প্রেমে পড়েন না বুদ্ধিমানরা

মানব জীবনে প্রেম-ভালোবাসা অবিচ্ছেদ্য অংশ। জীবনে অন্তত একবার প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে কেউ কেউ দ্রুত প্রেমে পড়েন, কেউবা আবার ধীরে ধীরে। অনেকেই আবার একাধিকবার প্রেমে পড়েন। তাই তো শিল্পী গেয়ে ওঠেন, ‘প্রেমে পড়া বারণ, কারণে অকারণ’।

সে যা-ই হোক, কারো জন্যই প্রেমে পড়া বারণ নয়। তবে বোকারা দ্রুত প্রেমে পড়েন। আর বুদ্ধিমান মানুষদের পক্ষে প্রেমে পড়া অতটা সহজ নয়। কারণ তাদের মনে বিশ্বাসের চেয়ে যুক্তির গুরুত্ব অনেক বেশি। এসব যুক্তির কারণেই ভালোবাসার স্বপ্ন ভাঙার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এমন মত অবশ্য বিশেষজ্ঞদের।

আসুন জেনে নেই এ ব্যাপারে বিশেষজ্ঞরা কী বলছেন—

১. বুদ্ধিমানরা কোনো বিষয় নিয়ে বেশি ভাবেন। কোন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে, তা নিয়ে খুবই চিন্তা করেন। এত ভাবনার ফলে তারা সিদ্ধান্ত নিতে পারেন না।

২. যদিও ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া কোনো খারাপ বিষয় নয়। তবে তারা কতটা ভাববেন, কতটা ভাববেন না; তা হয়তো বুঝে উঠতে পারেন না। তাই আগে চিন্তার সীমারেখা বোঝাও খুব জরুরি।

৩. বুদ্ধিমানরা কার সঙ্গে থাকতে পারবেন, কার সঙ্গে থাকতে পারবেন না; তা খুব কম সময়েই বুঝে ফেলেন। ফলে অযথা ভুল মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে তারা একা থাকতে বেশি পছন্দ করেন।

৪. সম্পর্কে ভালোবাসা কখনো এক রকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তা পাল্টায়। অনেক সময় শুধু তিক্ততাই থেকে যায়। বুদ্ধিমান বিষয়টি আগে থেকেই অনুমান করতে পারেন।

৫. বুদ্ধিমানরা বেশি কথা পছন্দ করেন না। তাদের শান্ত স্বভাবকে অনেকেই অহংকার মনে করেন। ফলে দূরত্ব বজায় রাখেন। তাদের মন বোঝা খুবই কঠিন। তাই কেউ তাদের বুঝতে যাওয়ার ঝুঁকি নিতে চান না।

৬. বুদ্ধিমানের জীবনে ভালোবাসাই সব নয়। প্রেম তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তারা নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করেন। তাতেই অবিচল থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English