শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

যেসব পণ্যর দাম বাড়তে পারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
নিত্যপণ্যের দাম বাড়ছে দফায় দফায়

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার কোটি টাকা। এবারের বাজেট বাস্তবায়নে কিছু পণ্যর ওপর শুল্ক বাড়ানো হয়েছে। এতে করে এ বাজেট বাস্তবায়ন হলে কিছু পণ্যর দাম বাড়তে পারে।

দাম বাড়তে পারে যেসব পণ্যের

আমদানি করা বিলাসী পণ্যের ওপর শুল্ককর বাড়ানোর কারণে দাম বাড়ছে কিছু পণ্য ও বিলাসদ্রব্যের। এর মধ্যে বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য, সিগারেট, অ্যালকোহল, স্যানেটারি টেবিলওয়্যার, কিচেনওয়্যার ও টাইলসের। মিষ্টিজাত কনফেকশনারি, গাড়ির সুরক্ষা কাঁচ, রাইস ব্র্যান অয়েলের দামও বাড়তে পারে।

এ ছাড়া দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এ ছাড়া দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা ক্যাপসিকাম ও বেবিকর্নের ওপর শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English