শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রাইডে অংশ নিতে থাকবে না কোনো জামাকাপড়, তবে মাস্ক পরা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
লকডাউনে বাড়ছে রাইডার, কমছে আয়

আসছে আগস্টেই আয়োজিত হতে যাচ্ছে নগ্ন সাইক্লিস্টদের নিয়ে বাৎসরিক ‘ফিলি ন্যাকেড বাইক রাইড’। স্বাভাবিকভাবেই এই রাইডে অংশ নিতে লাগবে না কোনো শার্ট, প্যান্ট, স্কার্ট কিংবা কোনো অন্তর্বাসও। তবে এবার নিয়মে একটি বিষয় যুক্ত করে দিয়েছেন আয়োজকরা। সেটি হচ্ছে, সকল রাইডারকে অবশ্যই মাস্ক পরতে হবে। এ খবর দিয়েছে এপি নিউজ।
খবরে বলা হয়, ফিলাডেলফিয়াতে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে। এর অধীনে বাসিন্দাদের যেসব বিধিনিষেধ মানতে হচ্ছে তারমধ্যে প্রথমেই রয়েছে মাস্ক পরা। ফলে এই নিয়ম বর্তাবে ন্যাকেড বাইক রাইডের আয়োজনেও। যদিও এখন ক্রমাগত কোভিড পরিস্থিতি ভালো হচ্ছে।
তারপরেও আয়োজকরা জানিয়েছেন, তারা যেহেতু আগে থেকেই এই নিয়মকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছেন তাই আর নতুন করে কোনো ঘোষণা আর দেবেন না।
এই রাইডে অংশ নেন হাজার হাজার মানুষ। প্রথমে সবাই একটি পার্কে জড়ো হন। এরপর সেখানেই জামাকাপড় ফেলে রেখে বাইক রাইড শুরু করেন তারা। অনেককেই দেখা যায় বডি পেইন্টিং করতে। এই রাইডের উদ্দেশ্য হচ্ছে, শরীর নিয়ে মানুষের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেয়া। পাশাপাশি সাইকেল চালানোয় মানুষকে উৎসাহিত করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। রাইডে প্রায় ১৬ কিলোমিটার চালিয়ে আসতে হয়। প্রতি বছর এটি আয়োজন করা হলেও গত বছর করোনার কারণে এটি বাতিল করে দেয়া হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English