রাজনৈতিক দলের নিবন্ধন আইনে মতামতের জন্য ১ মাস সময় বৃদ্ধি চেয়ে আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নির্বাচন কমিশনের সচিব বরাবর চিঠিতে সময় বৃত্তির আবেদন করা হয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের উপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আ.লীগের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। বর্তমানের প্যানডেমিক পরিস্থিতি ভাল হলে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে এ বিষয়ে মতামত প্রদান করবে। এই জন্য ১ মাস সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।