শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন

রাজপথ কাদের, দেখিয়ে দেব: যুবলীগ চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৪ জন নিউজটি পড়েছেন

রাজপথ কাদের- তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে- তা প্রমাণ করব, ইনশাআল্লাহ।’

nagad-300-250
আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য যুব মহাসমাবেশ সফল করতে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সংগঠনটির এক বিশেষ বর্ধিত সভায় পরশ একথা বলেন।

সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুব মহাসমাবেশ ডেকেছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।সমাবেশ সফল করতে সভা থেকে ১০টি উপকমিটি গঠন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।’

মাইনুল হোসেন খান বলেন, ‘প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে- তা ১১ নভেম্বর দেখিয়ে দিতে হবে।’

বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। দশটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করবে তারা। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সর্বশেষ আজ (শনিবার) খুলনায় সমাবেশ করেছে। আরও ছয়টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English