রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রাজবাড়ীর ব্যবসায়ী রবিউল হত্যার সাথে জড়িত কেউ ছাড় পাবে না : অতিরিক্ত ডিআইজি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: জিহাদুল কবির পিপিএম বিপিএম বলেছেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ ছাড় পাবে না। এমন কি ঘটনার সাথে যদি পুলিশ সদস্য জড়িত থাকে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। রোববার দুপুরে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে ব্যাবসায়ী রবিউল হত্যা ও লাশ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্যদের হামলার শিকার হওয়া এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি আরো বলেন, রবিউল হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মোছা: সাবানা আক্তার কালুখালী থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দিবাগত রাতে কালুখালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।

অপরদিকে শনিবার সকালে কালুখালী থানা পুলিশ নিহত রবিউল বিশ্বাসের লাশ উদ্ধার করতে গেলে স্থানীয়দের হামলার ঘটনায় এসআই ফজলুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত দুই শতাধিক গ্রামবাসীকে আসামি করে কালুখালী থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English