বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

রাজশাহীতে দ্রুত হারে বাড়ছে কোভিড-১৯ রোগী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

রাজশাহী বিভাগে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। তবে গত কয়েক দিন ধরে বগুড়ার চেয়েও রাজশাহীতে আক্রান্তের হার বেশি। উত্তরের এ জেলা এখন সংক্রমণে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রাজশাহীতে যেভাবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছেন, তাতে উদ্বিগ্ন সবাই।

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, বিভাগে এ পর্যন্ত ৬ হাজার ৮৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৩০৭ জনই বগুড়ায়। আর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাজশাহী। এ জেলায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।

গত কয়েক দিনের পরিসংখ্যান বলছে, বগুড়ার চেয়েও এখন রাজশাহীতে দ্রুত হারে বাড়ছে কোভিড-১৯ রোগী।

শনিবার রাজশাহীতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৬ জন। এদিন বগুড়ায় শনাক্ত হয়েছেন ৬১ জন। আগের দিন শুক্রবার রাজশাহীতে শনাক্ত হয়েছিলেন ৭৯ জন। আর বগুড়ায় শনাক্ত হন ৪৭ জন।

বৃহস্পতিবার রাজশাহীতে ১২৫ ও বগুড়ায় ১৪৭ জন শনাক্ত হন। বুধবার রাজশাহীতে ১০৬ ও বগুড়ায় ৭৩ জন শনাক্ত হন। তার আগের দিন মঙ্গলবার রাজশাহীতে ৬৯ ও বগুড়ায় ৬১ জন শনাক্ত হন। গত পাঁচ দিনে রাজশাহীতে মোট শনাক্ত হয়েছেন ৪৭৫ জন। আর বগুড়ায় শনাক্ত হয়েছেন ৩৮৯ জন।

রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, রাজশাহীর ১ হাজার ৮৫ জন করোনা রোগীর মধ্যে ৭৯৯ জনই শনাক্ত হয়েছেন মহানগরীতে। এর বাইরে জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৬, বাগমারায় ৩২, মোহনপুরে ৪৩, তানোরে ৪৩, পবায় ৭৪ এবং গোদাগাড়ীতে ১০ জন শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ১৫৬ জন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে শনিবার পর্যন্ত বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নওগাঁয় ৫৫৯, নাটোরে ২৪৪, জয়পুরহাটে ৪৫৪, সিরাজগঞ্জে ৬২৭ জন এবং পাবনায় ৪৭৪ জন শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬১ জন মারা গেছেন বগুড়ায়।

এ ছাড়া নওগাঁয় সাত, নাটোরে এক, সিরাজগঞ্জ ও পাবনায় আটজন এবং রাজশাহীতে ১০ জন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি করোনায়। বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ হাজার ৯৪০ জন।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৬১, নওগাঁয় ৩৪৩, নাটোরে ৭৬, জয়পুরহাটে ১৫১, বগুড়ায় ৯৩৭, সিরাজগঞ্জে ৬৭ এবং পাবনায় ১৪৯ জন করোনামুক্ত হয়েছেন। গোটা বিভাগে এখনও হাসপাতালে আছেন ৬০৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English