রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিনা চিকিৎসায় ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু ও ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে মাঠে নেমেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটি রোববার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী রামেক হাসপাতালসংলগ্ন নগরীর লক্ষ্মীপুর মোড়ে মানববন্ধন করে।
মানববন্ধন থেকে হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত, মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাত দিনের আলটিমেটাম দেয়া হয়। এসব দাবি পূরণ না হলে রাজশাহীবাসী রামেক হাসপাতাল ঘেরাও করে দাবি আদায় করবে বলেও হুশিয়ারি দেয়া হয়। এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নিয়ে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাত খানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ ও উন্নয়ন কর্মী সুব্রত পাল।