সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রাশিয়ার দাবি তাদের টিকা বেশি কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

রাশিয়ার তৈরি করোনাভাইরাস টিকা ‘স্পুতনিক-৫’ অক্সফোর্ড, ফাইজার ও মডার্নার চেয়েও বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার নিজেদের টিকা ৯৫ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্পুতনিক-৫ টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানও এ দাবি করেছে।

যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা ৭০ শতাংশ আবার সঠিক নিয়মে ডোজ প্রয়োগে ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রেজেনেকা।

এছাড়া মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান পার্টনার বায়োএনটেক দাবি করেছে নিজেদের টিকা ৯৫ শতাংশ কার্যকর। আবার আরেক মার্কিন কোম্পানি মডার্নার দাবি, তাদের টিকা ৯৪ দশমিক পাঁচ শতাংশ কার্যকর।

রু‌শ স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্ত্ব গামালেয়া রিসার্চ সেন্টার ও রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তাদের বানানো করোনাভাইরাস টিকা স্পুতনিক-৫ এর প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পরে প্রাথমিকভাবে যা দেখা গেছে, তার ভিত্তিতেই টিকাটি কতটা কার্যকর হবে তার হিসাব করা হয়েছে। খবর স্পুতনিকের

বিবৃতিতে বলা হয়, প্রথম দফার তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছিল, স্পুতনিক-৫ টিকার কার্যকারিতা ৯১ দশমিক চার শতাংশ। এর ৪২ দিন পর টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগে কার্যকারিতা পাওয়া গেছে ৯৫ শতাংশেরও বেশি।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের তথ্যাদির দ্বিতীয় অন্তর্বর্তী বিশ্লেষণই কার্যকারিতা হিসাবের মূল ভিত্তি। তবে কতজনের মধ্যে প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা জানায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English