মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

রিপাবলিকান নেতারা গণতন্ত্রকে ছোট করছে: ওবামা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগে সমর্থন দিয়ে মার্কিন রিপাবলিকানরা গণতন্ত্রকে ছোট করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ওবামা।

ওবামা জানান, নিশ্চিতভাবেই এবার জো বাইডেন নির্বাচনে জয় পেয়েছেন। ফলাফল প্রকাশিত হলেও কিছু গণনা যদিও এখনো চলছে। ওবামা আরো বলেন, আমি আরও সমস্যা বোধ করছি এই কারণে যে অন্য রিপাবলিকান কর্মকর্তা, যারা আরও ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সঙ্গে গলা মেলাচ্ছেন। এতে কেবল আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না বরং গণতন্ত্রকেও অবহেলা করা হচ্ছে যা বিপজ্জনক।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগে বেশ কিছু মামলা শুরু করেছেন ট্রাম্প। অল্প কয়েক জন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English