নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর খবর শোনার অপেক্ষায় রয়েছেন রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকরা। কিন্তু তা না করে একের পর এক পুরোনো খেলোয়াড়দের সঙ্গেই নতুন চুক্তি করে চলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
সেই ধারাবাহিকতায় এবার ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সাক্ষর করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নতুন চুক্তি অনুযায়ী, আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকবেন এ তারকা স্ট্রাইকার।
শুক্রবার বেনজেমার সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল। এর আগে থিবো কর্তোয়া, লুকা মদ্রিচ, লুকাস ভাস্কেজ, নাচো ফার্নান্দেজ ও দানি কারভাহালদের সঙ্গেও নতুন চুক্তি করেছে ক্লাবটি।
আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল বেনজেমার সঙ্গে সবশেষ চুক্তির মেয়াদ। তবে কোনো ঝুঁকি না নিয়ে এক বছর বাকি থাকতেই নতুন চুক্তি করে নিলো রিয়াল ও বেনজেমা।
২০০৯ সালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা। এখনও পর্যন্ত খেলেছেন ৫৬০টি ম্যাচ। ক্লাবের পঞ্চম সর্বোচ্চ ২৮১ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জিতেছেন বেনজেমা।