সরকার কর্তৃক চিহ্নিত এলাকাভিত্তিক রেড জোনগুলোতে দেওয়া লকডাউন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে দেশব্যাপী স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালুর নির্দেশনা চাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুরুল করিমের পক্ষে আইনজীবী শেখ ওমর শরীফ রবিবার এ রিট আবেদন করেছেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হবে বলে আজ সোমবার জানান আইনজীবী।
রিট আবেদনে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে ঢালাওভাবে লকডাউন জারি করা হয়েছে। কিন্তু সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী কেবলমাত্র সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের চলাচল, বসতবাড়ি কিংবা ব্যবহৃত দ্রব্যাদিতে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। অসুস্থ মানুষদের কারণে গোটা এলাকা কিংবা শহর লকডাউন করার কোনো আইনগত এখতিয়ার সরকারের নেই।
রিট আবেদনে আরো বলা হয়, লকডাউন করোনার মৃত্যুহার থামাতে পারে-এমন ধারণার কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি ব্যক্তি মারা গেছে সেসব দেশের মধ্যে প্রথমসারির ১০টিতেই লকডাউন হয়েছিল। অপরদিকে লকডাউন না হয়েও সুইডেন মৃত্যুহারের দিক থেকে ১১তম অবস্থানে আছে। আবার অনেক দেশে লকডাউন তুলে নেওয়ার পর আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। এ ব্যাপারে গত ২২ মে ব্রিটিশ দৈনিক দি সান পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া ‘রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল লেভিট প্রায় দুইমাস আগেই বলেছেন, করোনা ভাইরাস মহামারী রোধে বিশ্বব্যাপী জারিকৃত লকডাউন ‘বিশাল ভুল’ ছিল।