সিরি আয় নিজের গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করতে লাজিওর বিপক্ষে আজকের ম্যাচে একটি গোলই যথেষ্ট ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এক গোলের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ গোলে জিতিয়েছেন তিনি। আর এই ২ গোলের মাধ্যমে রেকর্ডবুকের আরেকটি পাতায় নিজের নাম লিখিয়েছেন সিআরসেভেন। রেকর্ডটি হলো ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আয় ৫০ বা তার বেশি গোল করেছেন তিনি।
এ পর্যন্ত সিরি আর এই মৌসুমে ৩০টি গোল করেছেন তিনি। লাজিওর সিরো ইমোবিলও তার সমান ৩০টি গোল করেছেন। এখন রোনালদোর সামনে তৈরি হয়েছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। আর তিনি যদি শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করতে পারেন তাহলে একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও গড়তে পারবেন তিনি।
এদিকে রোনালদোর এই ২ গোলের মাধ্যমে টানা ৩ ম্যাচের পর প্রথম জয় পেয়েছে ওল্ড লেডিরা। আর এতে করে সিরি আয় টানা নবম শিরোপার আরো কাছে চলে গেছে জুভেন্টাস। বর্তমানে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে রোনালদো দিবালারা। এই মৌসুমে তাদের আরো ম্যাচ বাকি রয়েছে ৪টি। তবে এই ৪ ম্যাচ খেলার আগেই জুভেন্টাসের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। কারণ ইন্টার মিলান যদি কোনো কথায় বাকি ম্যাচগুলোর ২টিতে হেরে বসে তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।