শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

লাইফ সাপোর্টে কবরী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
কবরীর মৃত্যুতে ফেসবুকে শোকের ছায়া

বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তিনি বর্তমানে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। তার ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

এদিকে কবরীর ছেলে শাকের চিশতী হাসপাতালের বাইরে থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘মায়ের অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।’

এর আগে করোনা আক্রান্ত বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

গত ৫ এপ্রিল করোনা টেস্টে ফলাফল পজেটিভ এলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হোন কবরী। সেখানে তাকে ২৪ ঘণ্টা আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সেভাবেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছিল। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English