চলতি বছরের এপ্রিলের শেষ থেকে চীন-ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ জুন প্যাংগংয়ে সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান নিহত হয়েছে।
সীমান্তে বিরোধ মিটিয়ে ফেলার ব্যাপারে তারপর থেকে দফায় দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনো কার্যত সমাধান যে আসেনি, তা জানা গেল।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ২৯-৩০ আগস্ট রাতে লাদাখের পূর্বাঞ্চলে উসকানিমূলকভাবে হামলার চেষ্টা করে। এ ঘটনার জেরে ভারত-চীন সেনার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে, তা মাড়িয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী তা আটকানোর চেষ্টা করেছে।
ভারতের সেনবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে কম্যান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে যাচ্ছে। একজন সেনা কর্মকর্তা বলেন, সেখানে হাতাহাতি হয়েছে। তবে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।