শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচেই লিভারপুলের প্রতিপক্ষ চলতি মৌসুমে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ম্যাচটির আগে সিটির কোচ পেপ গার্দিওলা জানালেন, লিভারপুলের ‘প্রাপ্য’ সম্মান জানিয়ে সে ম্যাচে গার্ড অব অনার দেবে তার দল।
গেলো সপ্তাহে সিটি চেলসির কাছে ২-১ ব্যবধানে হারলে শিরোপা নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। তাতে ৩০ বছরের অপেক্ষারও সমাপ্তি ঘটে তাদের। তার পরেই কোচ য়ুর্গেন ক্লপের প্রতিপক্ষ সিটি। সাধারণত মৌসুম শেষের আগেই কোন দল শিরোপা জিতে গেলে গার্ড অব অনার দেয় বাকি দলগুলো। গার্দিওলা জানালেন, সেটা করতে কার্পণ্য করবে না তার দল। তিনি বলেন, ‘আমরা অবশ্যই গার্ড অব অনার দেব। যখন আমাদের ঘরের মাঠে খেলতে আসবে লিভারপুলকে আমরা অভিবাদন জানাব, অবিশ্বাস্য উপায়ে। আমরা এটা করতে যাচ্ছি, কারণ তারা এর যোগ্য।’