বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

লেনদেন কমেছে, বেড়েছে সূচক

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
শেয়ারবাজার

দিনভর ওঠানামা থাকলেও লেনদেন শেষে সূচক বেড়েছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২০ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি টাকার, যা গতকালের চেয়ে কম। গতকাল লেনদেন হয় ১ হাজার ৫৭৭ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৯১টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত আছে ২৮টির দর। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি কমে ১৯ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, এম এল ডায়িং লিমিটেড, পাওয়ার গ্রিড ও অ্যাকটিভ ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, সোনালি লাইফ, এইচআর টেক্সটাইল, আজিজ পাইপস, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সোনালি আঁশ, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মিশনারি লিমিটেড।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ২৬টির দর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English