মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের আগৈরঝাড়ায় শতভাগ করোনার টিকা নিশ্চিত করার লক্ষ্যে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় গতকাল শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম।
এছাড়া বাগধা ইউনিয়ন পরিষদ, রত্নপুর ইউনিয়ন পরিষদ, বাকাল ইউনিয়ন পরিষদ ও রাজিহার ইউনিয়ন পরিষদের ৩টি বুথেও একযোগে টিকা প্রদান শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. জাহেদ হোসেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ প্রমুখ।
পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি কেন্দ্রে ১৫টি বুথে শতভাগ করোনার টিকা কার্যক্রম শুরু করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় আগৈলঝাড়ায়ও গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ রয়েছে। ওই সকল বুথে জাতীয় পরিচয়পত্র নিয়ে লাইনে দাড়িয়ে টিকা নিতে হবে সকলের। প্রতিটি ইউনিয়নে ৬শত করে ৩হাজার টিকা দেওয়া হবে। তবে বয়স্করা অগ্রধিকার পাবেন বলেও জানান তিনি।