বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তৃতীয় সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। দর্শকমহলে ফারিয়া এখন ‘অন্তরা’ নামেই বেশি পরিচিত। করোনা মহামারির দ্বিতীয় দাপটে অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন। আমি বাসায় আছি, আপনিও থাকুন। খুব বেশি ইচ্ছা হলে অনলাইনে শপিং করুন। শপিংমলে গিয়ে নিজে ভাইরাস বাসায় আনবেন না। বাবা-মাকেও অসুস্থ করবেন না, প্লিজ। অবস্থা এইবার আগের চেয়ে অনেক অনেক বেশি খারাপ, অনেক বেশি।’
প্রসঙ্গত, সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরেই নিজেকে ঘরবন্দি করেছেন তিনি। আপাতত কোন শুটিংয়ে অংশ নিচ্ছেন না ফারিয়া।