রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমদানি নিষিদ্ধ ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার (২২ জুলাই) বিকেলে ৫ নম্বর বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় সিগারেটগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউজের সহকারি কমিশনার মো. সোলায়মান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। কনভেয়ার বেল্টের নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় কাগজের কার্টনে বিদেশি সিগারেট গুলো পাওয়া যায়। এগুলো ইজি গোল্ড ব্রান্ডের। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।