ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট টেবিলের একেবারে তলানীর দল শেফিল্ড ইউনাইটেড। শনিবার এই দলের বিপক্ষে খেলতে নেমে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।
ইপিএলের শিরোপা পুনরুদ্ধারের মিশনে শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল ম্যান সিটি। লিগে টানা সাত জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল দলটি।
ম্যাচের সিংহভাগ সময় বল দখলে রেখেছে সিটি। প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় তারা। ম্যাচের নবম মিনিটে ডান প্রান্ত দিয়ে আসা আক্রমণে জেসুসের উদ্দেশে ছোট ডি-বক্সে বল বাড়ান ফেরান তরেস। বল নিয়ন্ত্রণে নিয়ে খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া আলেকজান্ডার জিনচেঙ্কোর জোরালো উঁচু শট বামে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় ১-০ গোলের জয় দিয়ে ম্যাচ শেষ করে ম্যান সিটি।