রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেরপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

শেরপুরের নকলা উপজেলায় প্রতিবছরের মতো এবারো ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুক্রবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের চরঅষ্টধর ইউনিয়ন অংশের নারায়নখোলা ঘাট থেকে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

চরঅষ্টধর ইউনিয়ন ও চন্দ্রকোনা ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পার্শ্ববর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আগত চারটি দৌড়ের নৌকা ও তিনটি পইডা নৌকা অংশ নেয়।

বিভিন্ন বয়সী হাজারো উৎসুক নারী-পুরুষ নদের দুই তীরে দাড়িয়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ভাড়া করা ছোট-বড় অর্ধশতাধিক ডিঙি নৌকায় চড়ে দর্শকরা নদকে নতুন রূপ দিয়েছিলেন। দুপুর হতে না হতেই নদের তীরবর্তী এলাকা উৎসুক দর্শকের মিলনমেলায় পরিণত হয়।
তুমুল প্রতিযোগিতা শেষে চরবাছুরআলগীর টাইগার নামে নৌকাটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা।

পরে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English