মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০) বলে জানিয়েছে পুলিশ। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয়দের ধারণা পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর খুনের ঘটনা জানা যাবে।