শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে রোববার চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিশিষ্ট বৌদ্ধ মন্দিরে তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মাধ্যমে শপথ নেন মাহিন্দা।

মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত এই দ্বীপ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও নিযুক্ত হন।

এর আগে শুক্রবার শ্রীলঙ্কার শক্তিধর রাজাপক্ষে ভাইয়েরা দেশটির সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল জয় পায় মাত্র ৪৭ আসনে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যারমধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল সে অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

ফলাফল প্রকাশিত হওয়ার পর গোতাবায়া রাজাপক্ষে এক টুইট বার্তায় বলেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে।’

এদিকে, বড় ব্যবধানে জয়ের কারণে তারা সংবিধান পরিবর্তন করতে পারবেন। আগামী শুক্রবার জাতীয় তালিকা ঘোষণা করা হলে রাজাপক্ষের দল আরও আসন পাবে।

সংবিধান পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন ১৫০ আসন বা সংসদের দুই-তৃতীয়াংশ আসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English