সূচি অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেই সফর দিয়েই করোনার পর ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত ছিল টাইগারদের। তবে কোয়ারেন্টাইন ইস্যুতে শেষ পর্যন্ত লঙ্কা সফর করেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।
দুই দফায় স্থগিত হওয়া সেই সফর আবার করবে বাংলাদেশ দল। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকা কথা সেরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কবে হবে সেই সিরিজ, সেটি এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ দলের সফর নিশ্চিত না হলেও আগামী মে মাসে সুপার লিগের ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এখনো দিনক্ষণ ঠিক না হলেও লঙ্কানদের আসার ব্যাপারটি চূড়ান্ত।
বুধবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। দুইটা ট্যুরই নিশ্চিত আছে।’