মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন। যখন পৃথিবীতে করোনা ভ্যাকসিন আসবে, তখন বাংলাদেশ সবার আগে পাবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্বৃতি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সংক্রমণ ঠেকাতে পারবে না। শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সব মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনো সেবা দেয়া যাবে না। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন হারিকেনের আলো লাগে না। বিদ্যুতের আলো জ্বলছে সমগ্র দেশে। পদ্মা সেতু ও মেট্রো রেল নির্মাণ দ্রুত এগিয়ে চলছে। যেখানে ইতালি ও আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে খুব কম সংখ্যক লোক মারা গেছে। সুস্থতার হারও বেশি। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার জন্য।

হরগজ ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো: আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাটুরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হকসহ সাটুরিয়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English