সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সপরিবারে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন দিতিপ্রিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

পাহাড়ে যাচ্ছেন দিতিপ্রায় রায়। পড়াশোনা আর শ্যুটের ব্যস্ততাকে দূরে রেখে দিতিপ্রিয়া খোলা আকাশের নীচে। আনন্দবাজার ডিজিটালকে বললেন, ” আড়াইবছর পরে বেড়াতে যাচ্ছি। শ্যুটিং আর পড়াশোনা ছাড়া আর তো কিছুই হয়নি। তার ওপর লকডাউন।”

করোনাকালে সব ধরনের সতর্কতা নিয়েই সপরিবারে দিতিপ্রিয়ার পাহাড় সফর। বরাবর পাহাড় প্রিয় রানিমা জানালেন দার্জিলিং, তাগদা আর ইচ্ছেগাঁও যাবেন তাঁরা। চার দিনের ছোট্ট সফরে অনেক অংইন পরে বাদ পড়বে ইন্দ্রপুরীর স্টুডিয়োর চেনা রাস্তা। কিন্তু কলকাতা ফিরে ২৯ ডিসেম্বর থেকেই আবার শ্যুটিং ফ্লোরে।

পালাবাদল ঘটছে ইতিহাসনির্ভর ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তেও। গদাধরের নিষ্ঠা, ভক্তির জোরে ভবতারিণী মায়ের মন্দিরের নাম আস্তে আস্তে শহর কলকাতা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে দূরদূরান্তে। গদাধরের মাধ্যমে রানি রাসমণির নামও জানছেন সবাই। এ বার গদাধরের জীবনে পা রাখতে চলেছেন সারদামণি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English