বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন

সফলতা ধরে রাখতে মনোযোগী হতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

বিগত সময়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সব সার্কেল প্রধান ও কর্পোরেট শাখা প্রধানদের নির্দেশ দিয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। তিনি বলেন, অর্ধবার্ষিকীর সমাপনীতে সাফল্যজনক লক্ষ্যমাত্রা ধরে রাখা সম্ভব হয় সেদিকে মনোযোগী হতে হবে। এছাড়া আগামী ডিসেম্বর’২০ এর সমাপনীতে আরো বেশি ব্যাংকের মুনাফা অর্জনেরও তাগিদ দেন তিনি। এ সময় সরকার ঘোষিত প্রণোদনা বিতরন বিষয়ে সঠিক পদক্ষেপ অনুসরনের জন্য দিক নির্দেশনা দেন তিনি।

অগ্রণী ব্যাংক লিমিটেড এর এক ভার্চুয়াল মিটিংএ মোহম্মদ শামস-উল ইসলাম এসব কথা বলেন। ব্যাংকের জুন’২০ ভিত্তিক পারফরমেন্স ও আগামী ডিসেম্বর’২০ এর টার্গেট নিয়ে সব কর্পোরেট শাখার প্রধান, সব মহাব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীকে নিয়ে এ ভার্চুয়াল মিটিং করা হয়। শনিবার মোহম্মদ শামস-উল ইসলাম এর সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান এর কো-আর্ডিনেশন করেন।

সভায় মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফ সি এ, সি এফ ও এবং হেড অফ আইসিসি, কর্পোরেট শাখা এবং সার্কেলসহ ব্যাংকের সার্বিক বিষয়ে জুন ২০২০ ভিত্তিক পারফরমেন্স উপস্থাপন করেন। মোহম্মদ শামস-উল ইসলাম বলেন, কভিড-১৯ এর কারনে ব্যাংকে কোন গ্রাহক যেন তার সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি সঠিক ভাবে পরিপালনের জন্য নির্দেশনা দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English