শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সরকারি অনুদান তুলতে ঘুষ দেয়া কি জায়েজ?

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

চলতি পথে প্রায়ই ভিক্ষুকের সালাম শুনতে পাই। একসঙ্গে অনেকজনকে সালাম দিয়ে বসে। এ অবস্থায় ভিক্ষুকের সালামের উত্তর দেয়া জরুরি কিনা?

নাজমুন নাহার, লাকসাম কুমিল্লা

জবাব : না, ভিক্ষুকের সালামের উত্তর দেয়া ওয়াজিব নয়। কেননা এর মাধ্যমে ভিক্ষুকের আসল উদ্দেশ্য সালাম নয়, ভিক্ষা চাওয়া।

সূত্র : ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২৫, আদদুররুল মুখতার : ৯/৫৯২

প্রশ্ন : কেউ যদি স্ত্রীকে শান্ত করার জন্য কোরআন ছুঁয়ে মিথ্যা কসম খায় তাহলে তার হুকুম কী?

নজিবুল হক, চট্টগ্রাম

জাবাব : মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। আর কোরআন ছুঁয়ে করা তো আরও মারাত্মক। তাই অতি সত্বর অনুতপ্ত মনে তাওবা করা আবশ্যক। তবে এক্ষেত্রে কাফফারা দিতে হবে না।

সূত্র : মাজমাউল আরহুর ২/২৬১, ফাতাওয়া মাহমুদিয়া : ২০/১৮৪

প্রশ্ন : সরকারি অনুদান, যা মসজিদ-মাদ্রাসা ও গরিব জনসাধারণের জন্য বরাদ্দ দেয়া হয়ে থাকে- সেই পণ্যসামগ্রী উঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে পণ্যসামগ্রী পাওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিরাই খেয়ে ফেলে। জানার বিষয় হল, উল্লিখিত পরিস্থিতিতে মসজিদ-মাদ্রাসার স্বার্থে বা গরিব জনসাধারণ নিজেদের প্রয়োজনে কিছু ঘুষ দিয়ে পণ্যসামগ্রী উঠানো বৈধ হবে কি?

কারী এমদাদুল্লাহ, মুগদাপাড়া

জবাব : ঘুষ দেয়া-নেয়া দুটোই অবৈধ ও হারাম। তাই এর থেকে বেঁচে থাকা অপরিহার্য। তবে কেউ যদি নিজের বৈধ অধিকার রক্ষা করতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয় তাহলে এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে শরিয়ত সাময়িক কিছু ঘুষ দেয়ার অবকাশ দেয়। কিন্তু ঘুষ গ্রহণকারী সর্বাবস্থায় গুনাহগার হবে।

সূত্র : ফাতাওয়া শামী : ৯/৬০৭; আল বাহরুর রায়েক : ৬/২৬২; আপকে মাসাইল আওর উনকা হল : ৬/১৮৬; ফাতাওয়া মাহমুদিয়া : ২৪/৩৬৯

প্রশ্ন : কেউ নিজের মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি ভুলে অন্যের নম্বরে রিচার্জ করে ফেলে তাহলে যার নম্বরে টাকা রিচার্জ করেছে তার কাছে রিচার্জ পরিমাণ টাকা দাবি করতে পারবে কি?

নাজমুল হাসান, ভাগলপুর, কিশোরগঞ্জ

জবাব : কেউ নিজের মোবাইল রিচার্জ করতে গিয়ে যদি ভুলে অন্যের নম্বরে রিচার্জ করে ফেলে তাহলে সে যার নম্বরে রিচার্জ করেছে তার কাছে রিচার্জ পরিমাণ টাকা দাবি করতে পারে। যার নম্বরে রিচার্জ হয়েছে সে ওই রিচার্জ করা টাকা ব্যবহার করতে পারে না, যতক্ষণ না সে পরিমাণ টাকা পরিশোধ করতে বা পরিশোধের নিয়ত করবে।

সূত্র : সূরা নিসা : ১৯; মুসনাদে আহমদ শরিফ হাদিস নং ২০৬৯৫

প্রশ্ন : স্ক্রিনে প্রাণীর ছবি ভাসমান মোবাইল পকেটে রেখে নামাজ পড়ার বিধান কী?

আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ

জবাব : স্ক্রিনে প্রাণীর ছবি ভাসমান মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কারণ মোবাইলে ছবি থাকলেও পকেটে থাকার সুবাদে তা দৃশ্যমান নয়। অতএব, এ কারণে নামাজের কোনো সমস্যা নেই। তবে মোবাইল স্ক্রিনে প্রাণীর স্পষ্ট ছবি সেভ করাটা গুনাহের কাজ। সেটি স্বতন্ত্র মাসয়ালা।

সূত্র : বুখারি শরিফ : হাদিস নং ৫৯৪৯, ৫৯৬২; আদ দুররুল মুখতার : ৯/৫১৯-৫২০; জাওয়াহিরুল ফিকহ : ৩/২৩৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English