ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। নারী, পুরুষসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।
স্থানীরা আরও জানায়, মঙ্গলবার রাতে মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়।
বুধবার সকাল দশটার সময় দ্বিতীয় দফায় মিজান মিয়া মেম্বারের এক ভাই আবদুল আমিন দুলালের নঙ্গে অলি মেম্বারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে অলি মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিজান মিয়া মেম্বারের লোকজনের ওপর আবারও অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়। পরে সরাইল থানা পুলিশ সংর্ঘষ নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে সরাইল থানার ওসি আল মামুন-মোহাম্মদ নাজমুল আহমেদ জানান, ঘটনায় জড়িত দশজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন পুলিশের এই কর্মকর্তা।