শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সশরীরে নয়, এনআইডির কাজ চলছে অনলাইনে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
এনআইডি নম্বর এসএমএসে

মহামারি করোনাভাইরাসের কারণে নির্বাচন কমিশনে (ইসি) সশরীরে হাজির হওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে। এজন্য সেখানে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজ করতে পারছেন না অনেকে। তবে অনলাইনে সব ধরনের কার্যক্রম চলছে।

বুধবার (৫ মে) নির্বাচন কমিশনের এনআইডি শাখা ঘুরে দেখা গেছে, সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ নেই। তবে জরুরি এনআইডি কাজের জন্য কয়েকজন গেলেও তাদের ফেরত যেতে হয়।

প্রাইভেট গাড়ি ভাড়া করে নীলফামারী থেকে আসা আদিলুর রহমান বলেন, আমি একটি চাকরি পেয়েছি। কিন্তু আমার এনআইডিতে নামের বানান ভুল। তাই ঢাকায় এসেছিলাম। এসে শুনি সব বন্ধ। সেখানে দায়িত্বরত একজন নিরাপত্তা রক্ষী বলেন, এখন অফিসে কোনো স্যাররা নেই। করোনার কারণে কেউ আসেন না। সব কাজ অনলাইনেই হয়।

জানতে চাইলে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর বলেন, এনআইডির জরুরি সেবা যেমন- হজযাত্রী, বিদেশগামী এবং কোভিড-১৯ টিকা প্রদানের ক্ষেত্রে এনআইডি সেবাসমূহ চালু আছে। এছাড়া আগে থেকেই অনলাইনে ছয়টি সেবা চালু আছে।

তিনি আরও জানান, আইরিশ ও ফিঙ্গার প্রিন্ট আগেই গ্রহণ করা হয়েছে এমন এনআইডি কার্ডগুলি অফিস থেকে বিতরণ চালু রয়েছে।

জানা গেছে, অনলাইনের এই সেবা পেতে ভোটারকে সাইটে প্রবেশ করতে হবে। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবাগুলো পাওয়া যাবে।

যে ছয়টি সেবা পাওয়া যাচ্ছে-

ক) জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। কিন্তু এনআইডি কার্ড পাননি)

খ) জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ

গ) জাতীয় পরিচয়পত্র সংশোধন

ঘ) হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন

ঙ) নতুন ভোটার নিবন্ধন ও

চ) এসএমএস সেবা।

মোবাইলের এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি

nid লিখে 105 পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে এনআইডি নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ : 105-এ প্রেরণ করুন nid। ফিরতি এসএমএস এ পাবেন: nid XXXXXXX 24-08-1992।

নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা ওয়েবসাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে এনআইডি নম্বর লিঙ্কে Form নম্বর ও Date of Birth দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।

যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal-এ login করতে পারবেন। login-এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান, তবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।

যে সকল যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English