সাভার থেকে ভারতে পাচারের সময় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের কবল থেকে ৩ নারীকে উদ্ধার করেছে র্যাব। এসময় পাচার চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে (৪২) আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজের অসহায় নারীদের বিদেশে ভালো বেতনে চাকুরী দেওয়ার আশ্বাস দিয়ে পাচার করে আসছিলো। এ ব্যাপারে ভুক্তভোগীরা র্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দিলে র্যাব পাচারকারী চক্রের হোতা সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মাঠে নামে। পরে বুধবার ভোর রাতে ৩ নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠানোর সময় হাতেনাতে নারী পাচারকারী সিরাজকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। অন্যদিকে উদ্ধারকৃত নারীরা হলেন- সাভারের কাউন্দিা ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)।
এ ঘটনায় আটক সিরাজের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।