সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে বরকত উল্লাহ (৩৩) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সাভার থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বরকত উল্লাহ স্থানীয় আহান উল্লার ছেলে ও খাগড়াছড়ি পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বরকত উল্লাহকে নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
সাভার মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, লাশটি আমরা এনাম মেডিক্যাল হাসপাতাল থেকে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তে রিপোর্টে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।