ঢাকার সাভারে রাস্তা পারাপারের সময় দূরপাল্লার একটি বাস চাপায় সখিনা বেগম (৩৫) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি ও এর চালককে আটক করেছে।
নিহত সখিনা বেগম ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাঙ্গারা গ্রামের আবদুস সালামের স্ত্রী।
সাভার মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করছিলেন সখিনা বেগম। এ সময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।