বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডাব্লিউসিসিইউ) ও র্যাবের যৌথ অভিযানে সাভারে বিভিন্ন প্রজাতির ৭১০টি পাখি উদ্ধার হয়েছে। এ সময় পাখিগুলো সংরক্ষণের সঙ্গে জড়িত চারজনের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে সাভারের ইটখোলা এলাকায় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ওসামান গণি, রফিকুল ইসলাম, চাঁন মিয়া ও রহমত আলী।
অসীম মল্লিক জানান, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সকালে র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে সাভারের ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুটি গোডাউন থেকে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া ও ৪০০টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত চারজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাষ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট। পরে পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল এলাকায় অবমুক্ত করা হয়।