সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীতে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১০ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের নেতৃতে একটি মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মিরপুর কাজিপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শেওরাপাড়া পর্যন্ত সড়ক পদিক্ষণ করে।

বগুড়া জেলার আহবায়ক মাজেদুর রহমান জুয়েল এবং যুগ্ম আহবায়ক সরকার মুকুলের নেতৃত্বে একটি মিছিল রানার প্লাজা থেকে শুরু হয়ে জেলা বিএনপির কর্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বরিশাল মহানগরের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সভাপতি জাকির হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপনের নেতৃত্বে একটি মিছিল বিএনপি কার্যালয় থেকে শুরু করে সমবায় মার্কেট পর্যন্ত গেলে পুলিশ আটকে দেয়। রংপুর জেলার সভাপতি শহিদুল ইসলাম লিটন ও মহানগরের সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফিন রুবেলের নেতৃত্বে একটি মিছিল জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মূল সড়কে বের হওয়ার সময় পুলিশ আটকে দেয়। জয়পুরহাট জেলার সভাপতি মুশফিক আলম বুলু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল বিএনপি কার্যালয় থেকে শুরু হলে পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুস ছাত্তারকে গ্রেফতার করে।

কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের কান্দিরপাড় ধর্মসাগরের পাড় থেকে শুরু হয়ে বাদুড়তলা রোড পদিক্ষণ করে। ব্রাক্ষণবাড়িয়া জেলার আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষাভ মিছিল শহরের টিপু রোড থেকে শুরু হয়ে কলেজ গেটে গিয়ে শেষ হয়।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মুসলিম কোয়ার্টার চিলড্রেন পার্ক থেকে শুরু হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রদিক্ষণ করে। ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তানভির আহমেদ টুটুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের রেলগেট থেকে শুরু করে জেলা স্কুল মোড় পদিক্ষণ করে।

কিশোরগঞ্জ সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আঠার বাড়ি কাচারী থেকে মানসী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। চট্রগ্রাম মহানগরের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে শহরের কাজির দেউরি থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। এছাড়াও ভোলা, গাইবান্ধা, বরিশাল, জেলা, রাজশাহী জেলা, পাবনা, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, ঠাকুরগাঁও, চাঁদপুরসহ বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English