শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সালমান শাহের সেই গাড়ি বিক্রি নিয়ে যা বললেন সামিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩১ জন নিউজটি পড়েছেন

সম্প্রতি ঢাকাই ছবির সময়ের তারকা সাইমন সাদিকের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়।

যেখানে দেখা গেছে, প্রয়াত তারকা সালমান শাহের প্রিয় একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন সাইমন।

সালমান শাহের সেই গাড়ির কয়েকটি ছবি পোস্ট করে এ বিষয়ে ফেসবুকে সাইমন অনেকটা কষ্ট নিয়ে লেখেন, সালমানের ভক্ত হিসাবে তার অন্তরে যে ভালোবাসা আর আবেগ রয়েছে, তা যদি সালমানের পরিবারের কারও থাকত, তাহলে হয়তো গাড়িটা সালমান শাহের বাড়িতেই থাকত। এভাবে বিক্রি করা হতো না।

এবার সেই গাড়ি কেন বিক্রি করা হলো প্রশ্ন ছুড়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা।

এ জন্য প্রয়াত এই চিত্রতারকার মা নীলা চৌধুরীকে দুষছেন তিনি।

সামিরা বলেছেন, ‘কিছুদিন আগে সালমানের গাড়ি নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। চিত্রনায়ক সাইমন গাড়িটিতে বসে আছেন। কিন্তু এ গাড়ি তো আমার নামে রেজিস্ট্রেশন করা। এখনও কাগজ আছে আমার কাছে। ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর আমাদের শেষ বিয়েবার্ষিকীতে সালমান আমাকে এটি উপহার হিসাবে দিয়েছিল। একটি চিঠিও দিয়েছিল সঙ্গে। চিঠিতে উল্লেখ ছিল গাড়িটি আমার নামে। সে চিঠি এখনও আমার কাছে আছে। এটি তদন্তের স্বার্থে ডিবিকে দিয়েছি, পুলিশকে দিয়েছি, পিবিআইকেও দিয়েছি। যে গাড়ির মালিক আমি সেই গাড়ি সালমান শাহের মা কী করে বিক্রি করে দিলেন? সালমানের মৃত্যুর কিছুদিন পরই তিনি গাড়িটা সিলেটের একজনের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেছেন বলে জেনেছি। পরে সেই গাড়ির মালিকানা আরও বদলেছে। গাড়ির রেজিস্ট্রেশন তো আমার নামে, তো বিক্রি যে হলো সইটা দিলো কে? আমি তবুও কিছু বলিনি তিনি সালমানের মা এটা ভেবে। তবে বলার সময় হয়ে এসেছে। সময় হলে জায়গামতো সব কাগজপত্র হাজির করব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English