মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সিলেটের সেই পুলিশ ফাঁড়ির সামনে আলোক প্রজ্জ্বালন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যার একমাস পূর্তিতে আলোচিত সেই বন্দরবাজার ফাঁড়ির সামনে আলোক প্রজ্জ্বালন করেছে নাগরিক প্ল্যাটফর্ম ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’।

বুধবার সন্ধ্যায় এই কর্মসূচি চলাকালে বক্তারা প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেনকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান।

তারা বলেছেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আকবরকে যে ‘সিনিয়র অফিসাররা’ পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

রায়হানের পরিবারের সদস্যরাও অংশ নেন। গত ১১ অক্টোবর রাতে রায়হানকে নগরীর বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে এসে নির্যাতন করা হলে তিনি মারা যান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়হানের ছোটভাই রাব্বি আহমদ তানভির, খালা ফাহমিদা ইসলাম, খালাতো ভাই পাভেল আহমদ ও খালাতো বোন আমেনা বেগম। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন- ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকন্দর আলী, আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী অ্যডভোকেট মহিতোষ দেব মলয়, সমাজকর্মী নিগাত সাদিয়া।

আয়োজক সংগঠন ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র পক্ষে বক্তব্য দেন সংগঠক আব্দুল করিম কীম, আশরাফুল কবির, দেবাশীষ দেবু, রাজীব রাসেল, দেবব্রত চৌধুরী লিটন, সত্যজিত চক্রবর্তী, মাহবুব রাসেল, নিরঞ্জন সরকার অপু, শামসুল আমিন, মেঘদাদ মেঘ প্রমুখ।

রায়হানের ভাই রাব্বি আহমদ তানভির বলেন, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে আর কেউ যেন এরকম বিনাবিচারে হত্যার শিকার না হয়। এ জন্য এই হত্যাকাণ্ডের সাথে যারা ড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে।

তিনি ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে করে বলেন, পিবিআই পুলিশেরই একটি বাহিনী। তাদের দ্বারা পুলিশের অপরাধের সুষ্ঠ তদন্ত সম্ভব নয়। তিনি নিরপক্ষে তদন্ত দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English