বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সিলেটে আটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১
  • ৮৬ জন নিউজটি পড়েছেন
সিলেটে আটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৫

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকার এ ঘটনায় আরও দুজন আহত হন বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান।

নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩০), তার সাত বছরের শিশু ফাবিয়া বেগম ও চার মাস বয়সের শিশু শাহাদত হোসেন ও আত্বীয় হাবিবুন নেছা (৩৩)।

গুরুতর আহত জাকারিয়া আহমদ (৫০) ও তার স্ত্রী হাসিনা বেগমকে (৩৬) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি গোলাম দস্তগীর বলেন, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক ভোর সাড়ে ৬টার দিকে পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় আটোরিকশাটি।

“দুর্ঘটনায় ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়। চালক ছাড়া চারজনই একই পরিবারের সদস্য।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English